বাঁশ বাগান দিয়ে হতে পারেন ব্যবসায়ী

প্রাচীনকাল থেকে বাঁশ দিয়ে মানুষ বাসা-বাড়ীসহ নানা প্রকার জিনিসপত্র বানিয়ে চাহিদা পূরণ করে আসছে। বাঁশ দিয়ে আসবাবপত্র বানানো ব্যবসার উৎপাদনমূলক লাভজনক ব্যবসা। বাঁশ নিয়ে পূর্বে যতই হাঁসি-তামাশা হলেও এখন তার সুযোগ খুব কম।

কাঠের আসবাবপত্রের বদলে বাঁশের তৈরী আসবাবপত্র বিকল্প হিসাবে কাজ করতে পারে। বাঁশ দিয়ে বানানো সকল আসবাবপত্রের দাম কম হয় আর তা ভালোভাবে বানালে প্রায় ২০ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব।

যদি নিজেকে একজন স্বাবলম্বী ও মধ্যম মানের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে বাঁশ দিয়ে বিভিন্ন আসবাবপত্র বানানো ব্যবসা হতে পারে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। কাঠের জিনিসপত্রের থেকে বাঁশের জিনিসপত্র কম টাকায় পাওয়া যায়।

বাঁশ দিয়ে কি কি তৈরী করতে পারবেন?

বাঁশ দিয়ে সাধারণত খাট, সোফা, সাধারণ টেবিল, ডাইনিং টেবিল চেয়ার ইত্যাদি তৈরী করা যায়। নানা ধরনের ডিজাউনের নকশা দিয়ে আসবাবপত্র তৈরী করা যায়। পণ্যটিকে সুন্দর করতে বিভিন্ন রঙ ব্যবহার করতে পারেন।