বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না

স্টার সিনেপ্লেক্স

হঠাৎ করেই বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্স বন্ধের ঘোষণা আসে। সিনেমাপ্রেমিদের সকলেরই তাতে মনখারাপ হয়। তবে তাদের জন্য সুখবর। বন্ধ হচ্ছে না স্টার সিনেপ্লেক্স ।

বসুন্ধরার সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি আবারও নবায়ন করা হচ্ছে বলে জানা গেছে। ফলে বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সের ছয়টি থিয়েটারই থাকছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১ সেপ্টেম্বর চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার কার‌ণে বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্সের ৬টি থিয়েটার বন্ধের খবর প্রকাশিত হয়েছিল।

খোরশেদ আলম খসরু বলেন, জানতে পেরেছি বসুন্ধরা শপিংমলে স্টার সিনেপ্লেক্সে বন্ধ হচ্ছে না। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলের সঙ্গে আমার কথা হয়েছে। বসুন্ধরাতেই থাকছে থাকছে স্টার সিনেপ্লেক্সে। চুক্তি নতুনভাবে নবায়ন করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বসুন্ধরার চুক্তি ছিল বলে জানা গেছে।