বর্ষাকালে কেমন হবে আপনার মেকাপ?

লাইফস্টাইল ডেস্কঃ আসছে বর্ষাকাল। দিনে থাকবে ভেজা ভেজা আবহাওয়া। এই দিনেও থাকবে বিভিন্ন অনুষ্ঠান বা পার্টি। তাই এই বর্ষায় পার্টি বা অনুষ্ঠানে কেমন সাজ দিবেন সেটিই জানাবো আজ। বর্ষার মৌসুমে আপনাকে যেকোন পার্টি বা অনুষ্ঠানে যেতে হতে পারে।

পার্টি মানেই যে জমকালো সাজ বা মেকআপ করে যেতে হবে তাই নয়। আপনি অনুষ্ঠানে কেমন পোশাক বা মেকাপ করবেন তা নির্ভর করবে অনুষ্ঠান কি ধরনের তার উপর আবার সেটা নির্ভর করে মৌসুমের উপর। অতিরিক্ত মেকাপ সব-সময় এড়িয়ে চলাই ভালো। কারণ বর্ষার মৌসুমে আবহাওয়ায় ময়েশ্চারাইজার থাকে বেশি আর এ কারণে আপনার মেকাপ নষ্ট হতে পারে খুব তাড়াতাড়ি।

বিয়ের পার্টি হলে সাজসজ্জা হয় একরকম, আবার গেট-টুগেদারে অন্যরকম দিতে পারেন। বিয়ে বা জন্মদিনের পার্টিতে সাধারণত শাড়ি পড়তে পাররেন। পার্টি দিনে হলে লাইট কালার আর রাতে হলে ডিপ কালারের শাড়ি পড়তে পাররেন। সঙ্গে থাকে মানানসই অর্নামেন্টস। চুলগুলো ছড়িয়ে দিতে পারেন।

আইশ্যাডোতে লাইট ও লাউড কালারের মিক্স করতে পারেন। ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফড লাইনার ও মাশকারা। লাইট ব্লাশন আর ন্যাচারেল কালার লিপস্টিক বর্ষার জন্য উপযোগী হবে।