বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ৩

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার বর্ণবাদ বিরোধী বিক্ষোভে ট্রাম্প সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত এক জন নিহত হয়েছে। এদিকে, পুলিশি নির্যাতন বন্ধের জোর দাবিতে কেনোশায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ।

কৃষ্ণাঙ্গদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবার প্রতি আহ্বান জানান পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ ব্লেকের বাবা। এদিকে, পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী মঙ্গলবার কেনোশা সফর করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্ল্যাক লাইভস ম্যাটার, নো জাস্টিস নো পিস স্লোগানে মুখর উইসকনসিনের কেনোশা শহরের রাজপথ। শনিবারও হাজার হাজার মানুষ বর্ণবাদ বিরোধী বিক্ষোভে অংশ নেন।

এদিন, সাধারণ মানুষের পাশাপাশি বিক্ষোভে অংশ নেন পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ ব্লেকের স্বজনরা। সন্তানের প্রতি অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান ব্লেকের বাবা। এদিকে, পোর্টলান্ডে বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে।

এরমধ্যেই পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ আহতের ঘটনা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গেল সপ্তাহে কেনোশার বর্ণবাদ বিরোধী বিক্ষোভে সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে যাওয়ার কথা জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, শান্তি ফেরাতে ন্যাশনাল গার্ডের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। আরও কয়েকশো সদস্য পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। গেল রোববার পুলিশের গুলিতে গুরুতর আহত হন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক।