বর্ণবাদবিরোধী বিক্ষোভঃ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কৃষ্ণাঙ্গ যুবককে লক্ষ্য করে পুলিশের গুলির ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলিতে দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।

এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়লে আহত হন বেশ কয়েকজন। এদিকে, পুলিশের গুলিতে আহত ব্লেক পঙ্গু হয়ে গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের কেনোশা শহরে আন্দোলনকারীদের লক্ষ্য করে এভাবেই এলোপাতাড়ি গুলি চালায় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেককে পুলিশের গুলির ঘটনায় শহরটিতে বর্ণবাদবিরোধী আন্দোলন চলছিলো।

এর আগে টানা তৃতীয় দিনের মতো কেনোশা শহরের আদালতের সামনে ভিড় করেন শতশত বিক্ষুব্ধ মানুষ। সঁজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশের সামনেই বিক্ষোভকারীরা ব্লেককে গুলির প্রতিবাদ জানান। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এদিকে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ব্লেকের মা। তার আইনজীবী জানান, পুলিশের গুলিতে গুরুতর আহত কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক পঙ্গু হয়ে গেছেন।

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহর এখন যেনো বর্ণবৈষম্যের আরেক প্রতীক। মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহতের তিন মাসের মধ্যেই গেল রোববার আরেক কৃষ্ণাঙ্গের ওপর পুলিশের গুলিতে বর্ণবৈষম্যের বিষয়টি আবারও সামনে এসেছে। ফ্লয়েডকে হত্যার জেরে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন হাজার হাজার মানুষ।