বরিশালে মাস্ক না পরায় ৫ প্রতিষ্ঠান ও ১১ জনকে জরিমানা

করোনার প্রকোপ কমাতে বরিশালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি প্রতিষ্ঠান এবং ১১ জন ব্যক্তিকে মোট ৯ হাজার আটশো টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, রোমানা আফরোজ এবং আতাউর রাব্বীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্ক ব্যবহার না করায় জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত সদর রোডের ৫টি প্রতিষ্ঠান থেকে ৪ হাজার, রুমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার একশো টাকা এবং আতাউর রাব্বীর ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যক্তির কাছ থেকে ৪ হাজার সাতশো টাকা জরিমানা আদায় করেন।

একই সাথে ভ্রাম্যমাণ আদালত মাস্কবিহীন জনগণের মাঝে মাস্ক বিতরণ এবং ‘নো মাস্ক নো সার্ভিস’ লেখা জেলা প্রশাসনের ফেস্টুন বিভিন্ন প্রতিষ্ঠানে সাটিয়ে দেয়।