বরিশালে ভ্রমন পিপাসুদের ভীড় বিনোদন স্পটগুলো

এম এ হান্নান,বরিশাল :
প্রতিবারে ঈদ-কোরবানীর ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষসহ নগরবাসীর পদচারনায় বরিশালের বিনোদনস্পটগুলো মুখরিত হয়ে ওঠে। কীর্তনখোলা নদীর তীরে প্রায় দেড় কিলোমিটার জুড়ে নতুন তৈরি বেরিবাধ আর ত্রিশ গোডাউন এলাকায় সৌন্দর্য্য গত ঈদের মতো এবারও ভ্রমন পিপাসুদের মনে জায়গা করে নিয়েছে। বিকেল গরিয়ে সন্ধ্যা হতে না হতেই ভীড় বাড়ছে কীর্তনখোলা নদীর তীরে। নদীতে ভ্রমন করতে চাইলে আগে থেকেঈ কীর্তনখোলার তীরে মুক্তিযোদ্ধা পার্ক, কেডিসি ও ত্রিশ গোডাউন এলাকায় ইি ন চালিত ও খেয়া নৌকার ব্যবস্থা করেছেন স্থানীয় মাঝি-মাল্লারা। এপার ওপার ভ্রমনে মাঝি-মাল্লারা যাত্রীদের নানানভাবে আকর্ষন করাচ্ছেন। পরিবারের সদস্যরা মিলে নয়তো বন্ধুমহল মিলে এ ভ্রমনে বেশিই ঝুকছেন। আবার বিনোদন কেন্দ্র গুলোকে কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কারনে ৫ থেকে ৩০ টাকার মধ্যে মসলা দিয়ে বানানো চটপটি-ফুচকা, ঝালমুড়ি, চানাচুর, বুট, বাদাম, আমড়া পেয়ে খালি মুখেও দাড়িয়ে থাকছেন না কেউ। অপরদিকে বিকেলে একইভাবে মানুষের ভীড় বেড়েছে গুঠিয়ার দূর্গাসাগর, গুঠিয়া মসজিদ, বরিশাল নগরীর স্বাধীনতা পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, বিবির পুকুর পাড়, প্লানেট ওয়ার্ল্ড, শিশু পার্ক, ডিসি লেক, চৌমাথা লেকসহ বিভিন্ন দর্শনার্থী স্থানগুলোতে দেখা যায়। এদিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সেতু, কালিজিরা ব্রীজ, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় ও ভ্রমনপিপাসু মানুষের বাঁধভাঙ্গা জোয়ারের সৃষ্টি হয়েছে। নগরবাসীর নির্মল বিনোদনের লক্ষে বরিশালের সকল থানার আওতাধীন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশী নজরদারী রয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফরহাদ সরদার।3
ঈদুল আযহা উপলক্ষে বিনোদনে ভ্রমন পিপাসুদের দখলে ছিল বরিশালের আগৈলঝাড়া পয়সারহাট ব্রিজ। ঈদে নাড়ির টানে গ্রামের বাড়িতে আসা লোকজন সহ পাশ্ববর্তি উপজেলার ভ্রমন পিপাসু যুব কিংবা পৌঢ়দের একান্তভাবে সময় কাটানো বা চিত্ত বিনোদনের কোন সুযোগ না থাকায় ঈদ ও ঈদ পরবর্তী পুনমিলনী কেন্দ্র হিসেবে অনেকেই বেছে নিয়েছেন এই ব্রীজটিকে। ব্রিজটি সকল বয়সের নারী-পুরুষদের জন্য হয়ে উঠেছে ইকোপার্ক। এখানে প্রেমিক জুটি থেকে শুরু করে সকল বয়সীরা সময় কাটিয়েছেন রোমা কর মুহুর্তগুলো। সকাল ও বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সময় কাটানো ও প্রকৃতির শোভা উপভোগ করার সকল উপাদান রয়েছে এখানে। প্রকৃতির নির্মল বাতাস খোলা আকাশে মেঘের ভেলায় আত্মহারা হয়ে ভেসে চলেছেন যে যার স্বপ্নের গন্তব্যে। ঈদুল আযহার উপলক্ষে এখানে বসেছিল বিভিন্ন ধরনের দোকানপাট। তবে পর্যটনের আনুষাঙ্গিক সুবিধাগুলো না থাকা সত্বেও আনন্দ উপভোগের কমতি ছিলনা তাদের। ঈদুল আযহা উপলক্ষে ঈদের আগে পরের কয়েক দিন পর্যন্ত এখানে প্রশাসনেরও ছিল কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। বিশেষ কোন দিন ছাড়াও এই স্থনে প্রতিদিন বিকেলে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের লোকজন সময় কাটাতে আসেন।