বরিশালে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গণপরিবহনে পূর্বের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ভাড়া নিয়ে কোনো অভিযোগ না পেলেও স্বাস্থ্যবিধি মানা নিয়ে বেশ অনিয়ম রয়েছে। বিশেষ করে মুখে মাস্ক পরতে অসচেতনতা বেশি। বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বাস চালক, হেলপার ও কন্ডাক্টারের। যেসব গণপরিবহনে এসব নিশ্চিত হয়নি এ রকম ৮ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।