বরিশালের ৫৩৭ মন্ডপে কঠোর নিরাপত্তার আশ্বাস দিলেন ডিসি

এম এ হান্নান বরিশাল  ব্যুরো:

মহানগরীর ৩৫টি সহ জেলার দশ উপজেলার ৫৩৭টি পূজা মন্ডপে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রতিটি মন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রতিটি পূজা মন্ডপে পুলিশ এবং আনসার সদস্যদের স্থায়ী মোতায়েনের পাশাপাশি র‌্যাব সদস্যদের টহলের ব্যবস্থা করা হয়েছে। সূত্রমতে, ইতোমধ্যে কাজ শুরু করেছেন সাদাপোষাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক পূজা মন্ডপগুলো নজরদারি বৃদ্ধি করেছে। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভার সভাপতি জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এসব তথ্য তুলে ধরেন। জেলা ও পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ, জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সাংবাদিক গোপাল সরকার প্রমুখ। সূত্রে আরও জানা গেছে, আগামী ৭ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দূর্গোৎসব শুরু হয়ে ১১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজার সমাপ্তি ঘটবে। অন্যান্য বছরের ন্যায় এবারও বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডব হচ্ছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। ওই উপজেলায় গত বছর ১৪২টি মন্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবছর দুইটি মন্ডব বৃদ্ধি পেয়ে ১৪৪টি মন্ডবে দুর্গা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।###