বরগুনা ভুয়া ডাক্তার গ্রেফতার ও এক মাসের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী থেকে মো. জসিম হাওলাদার (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৮। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড ও অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার আমতলী উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন।
আজ মঙ্গলবার দিন ১২ টা দিকে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার রাইস উদ্দিন জানান, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার গাজীপুরা বন্দর নামক স্থান থেকে এলাকার অপিতা মেডিসিন কর্ণার থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারেন্টট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।