বন্যায় বিপর্যস্ত সুদান, কমপক্ষে ১০১ জনের মৃত্যু

বন্যায় বিপর্যস্ত আফ্রিার সুদান। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল দু’ মাসে কমপক্ষে ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪৬ জনের বেশি।

সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল শনিবার ৫ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখের বেশি ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

এ বিষয়ে ইতিমধ্যে দেশটির বিভিন্ন মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে যে, নীলনদের পানি সর্বোচ্চ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নামঞ্চলগুলো আরও ঝুঁকিতে পড়বে।

পানি বাড়তে থাকায় রাজধানী খার্তুমের পরিস্থিতিও অবনতি হচ্ছে বলে জানা গেছে।

বিভিন্ন জায়াগা তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বন্যায় আবাদি জমির ফসল প্লাবিত হওয়ায় খাদ্য সঙ্কটে পড়েছেন অনেকে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।

ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।