বন্দরটিলায় এডিডিএস ‘র বৃক্ষ বিতরণ ও প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন

নগরীর ৩৯নং ওয়ার্ডে বন্দরটিলায় আলোর পথে-দিগন্ত ডেভেলপমেন্টর হেলর্থ ক্যাম্প ও বৃক্ষ বিতরণ কার্যক্রম  ২৪জুলাই শুক্রবার সকালে পরিচালক সদস্য ডাঃউদয়ান কান্তি মিত্র উদ্বোধন করেন।

এসময় ভারপ্রাপ্ত নির্বাহি প্রধান মুঃ বাবুল হোসেন বাবলা,পরিচালক সদস্য-সৈয়দ আল আমিন, আসাদুল ইসলাম,সংগঠক- সৈয়দা তাসলিমা আক্তার নিশা,সদস্য এম.এ দাউদ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকালে সৈয়দিয়া তৈয়বিয়া মাদ্রাসাস্থ হোন্দল পাড়া কবরস্থান কমিটির নিকট বিভিন্ন প্রজাতির ২০টি চারাগাছ,সাইটপাড়া কবর স্থানে ২০, মুন্সি কবরস্থানে ২০টি সহ স্কুল -কলেজ চালু হলে আরো শতাধিক বৃক্ষ ও প্রাথমিক হেলর্থ ক্যাম্প করবেন বলে দপ্তর সূত্রে জানাই। প্রাথমিক হেলর্থ ক্যাম্পে বিনামূল্যে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার, চিকিৎসা সেবা, করোনার তথ্যবলী নিয়ে প্রচারপত্র, স্টিকার এবং টিপিন।এছাড়া প্রাথমিক হেলর্থ ক্যাম্প  ডাঃউদয়ান কান্তি মিত্র ফ্রিতে চিকিৎসা সেবা প্রধান করেছেন।

এদিকে শুক্রবার  বিকেলে প্রয়াত মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন ও প্রবীন সংগঠক হাজি শফিউল আলম ওপ্রাক্তণ কমিশনার জানে আলম বাহারের স্মরনে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি লায়ন্স ক্লাবের প্রাক্তণ প্রেসিডেন্ট লায়ন আশ্রাফ আলী আশু,বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা সন্তান –উপদেষ্টা দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা  ডাঃউদয়ান কান্তি মিত্র,মিসেস শাহিনুর খানম, সম্পাদক-মুঃবাবুল হোসেন বাবলা,মোসলেহ উদ্দিন বাহার, জাহেদ কায়সার প্রমুখ বক্তব্য রাখেন।পরিশেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করে মাওলানা আব্দুর রহিম সাহেব।