বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় ৬ জন কারাগারে

চট্টগ্রামে আই ইউ সি ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় সাবেক সংসদ সদস্য ও মহানগর জামায়াত ইসলামীর আমীর আ ন ম শামসুল ইসলামসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন এ আদেশ দেন।

মামলার বিররণে জানা যায়, গত ২৯ জানুয়ারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব চট্টগ্রামের সীতাকুন্ডু ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি জামায়াতের আমীর আ ন ম শামসুল ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন এক আইনজীবী।

তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গত ১৮ ফেব্রুয়ারি তাদের জামিন দেন উচ্চ আদালত। করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকবার সময় পেছানো হয়। তবে আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।