‘বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেগান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক তৎপরতা বাড়ানোরও তাগিদ দেন তিনি। এছাড়াও বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেগান বলেন, ‘যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে। এছাড়াও রোহিঙ্গাদের মানবিক সহায়তাও অব্যাহত রেখেছে। তবে এই সমস্যা সমাধানে বৈশ্বিক এবং আঞ্চলিক তৎপরতা বাড়াতে হবে।’