ফেসবুক লাইভে এসে শিক্ষকের আত্মহত্যা

আত্মহত্যা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে আত্মহত্যা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক প্রাথমিক স্কুল শিক্ষক ৷

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিন বাংলা জানায়, শ্বশুরবাড়িতে থাকাকালীনই ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেছেন তিনি ৷ মৃত শিক্ষকের নাম শুভাশিস মার্ডি বলে জানা গিয়েছে ৷ বয়স ৩২ বছর ৷ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিশপুর এলাকার মহদীপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতে তিনি আত্মহত্যা করেন। বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শিক্ষকের বাড়ি চিঙ্গিশপুরের চকআন্ধারু গ্রামে। কিছুদন ধরেই তিনি মহদীপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। গতরাতে পাশের ঘরে স্ত্রী পড়াশোনায় ব্যস্ত থাকাকালীন তিনি আত্মহত্যা করেন।

ফেসবুকে আত্মহত্যার ঘটনাটির লাইভ দেখামাত্র বন্ধুরা তাঁর মোবাইল নম্বরে ফোনও করেন বহুবার। খবর পেয়ে আজ শুক্রবার সকালে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে দেয়। আত্মহত্যার কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।