ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার?

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া পঞ্চমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যে অঞ্চলটিতে দেশটি এর আগে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল সেখানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প এ সন্দেহকে জোরদার করছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ সন্দেহ ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও চীনা ভূমিকম্প সংস্থাগুলো জানিয়েছে, গ্রিনিচ মান সময় রাত ৩টায় ভূকম্পন রেকর্ড করা হয়েছে। চীনের দ্য চীনা আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, বিস্ফোরণের কারণে এ ভূমিকম্প হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইয়োনহাপ দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পারমাণবিক বোমা পরীক্ষার কারণে এ ভূকম্পন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছে সিউল। দুই মাস আগে যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়ার কর্মকাণ্ড পর্যবেক্ষণ সংস্থা ৩৮ নর্থ স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানিয়েছিল, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র পুংগি-রি তে হঠাৎ করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তখন ধারণা করা হয়েছিল, উত্তর কোরিয়া হয়তো পঞ্চম দফায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তার ইতিহাসে চতুর্থ দফায় পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এ ঘটনার পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত অবরোধ আরো কঠোর করে জাতিসংঘ।