ফেরি চলাচল শুরু শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে

শিমুলিয়া ঘাট

পদ্মায় প্রবল স্রোতে পৌনে ৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল সীমিত আকারে চালু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দু’পাড়ে অর্ধসহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় বেড়েছে যানবাহনের চাপ।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার শিমুলিয়া ঘাট। সেখানে একদিকে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে অন্যদিকে নদীতে প্রবল স্রোত। তারপর রোববার রাত সোয়া ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার ভোর ৫টা থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঈদে ঘরমুখো যাত্রীদের ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে। এখনও পণ্যবাহী ট্রাকের জট রয়ে গেছে। দিনের পর দিন অপেক্ষা করেও পদ্মা পার হতে পারছে না তারা। তাই ক্ষুব্ধ ট্রাক চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির এজিএম মো.সফিকুল ইসলাম জানান, ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ৯টি ফেরি। রো রো ফেরি শাহ মখদুম মেরামত হয়নি। তবে চাঁদপুর থেকে বহরে যুক্ত হচ্ছে ফেরি কুসুমকলি।

নৌরুটিতে ৮৭ লঞ্চ ও সাড়ে ৪শ’ স্পিডবোট চলাচলা করছে। পদ্মা উত্তাল থাকায় ট্রলারে যাত্রী পারাপার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।