ফেনীতে কোনো ডাক্তার চেম্বার না করলে আইনানুগ ব্যবস্থাঃ ডা. সাজ্জাদ হোসাইন

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসাইন বলেছেন, কোনো ডাক্তার যদি চেম্বার না করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৫ এপ্রিল) শহরের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কনসেপ্ট প্লাসে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাজ্জাদ হোসাইন বলেন, এখন ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হচ্ছে। যদি কারোর পিপিইর সমস্যা থাকে তাহলে আমরা অবশ্যই তাকে পিপিই দেবো।  তিনি বলেন, যদি কোনো ডাক্তার চেম্বার না করেন, কোনো প্রতিষ্ঠান যদি কাজে অবহেলা করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার ব্যক্তিগত উদ্যোগে কনসেপ্ট প্লাসে পিপিই বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।
এ সময় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) ১২০ জন, পরিবার-পরিকল্পনা পরিদর্শিকা (এফডব্লিউভি) ১০০ জন ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) ১৪০ জনসহ ৫০০ জনকে পিপিই সামগ্রী বিতরণ করা হয়।