ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে শ্যুরলে

আন্দ্রে শ্যুরলে

বয়স মাত্র ২৯। এই বয়সে ক্লাব কিংবা বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ান ফুটবলাররা। নিজ ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তির মেয়াদও আছে আরো বছরখানেক। সব ছেড়েছুড়ে হুট করেই ফুটবলকে গুডবাই বলে দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রে শ্যুরলে ।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই ফরোয়ার্ড। ২০১৩ থেকে ‘১৫ সাল পর্যন্ত খেলেছেন ইংলিশ জায়ান্ট চেলসিতে। এসময় জিতেছেন ইপিএলের শিরোপাও। এরপর নিজ দেশের ক্লাব উলফবুর্গে যোগ দেন শ্যুরলে। সেখান থেকে গায়ে জড়ান বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিও। সব জার্সিই এবার তুলে রাখলেন এই ফরোয়ার্ড।

জার্মান গণমাধ্যম ডার স্পেগালে শ্যুরলে জানান, অনেকদিন ধরেই অবসরের কথা ভাবছিলাম। দিনে দিনে মনের ভেতর সিদ্ধান্তটা আরো জোরালো হয়েছে। আমি সবাইকে জানিয়ে দিতে চাই, সবধরনের পেশাদার ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

বিদায় বেলায় ক্যারিয়ারজুড়ে প্রাপ্ত ভক্তদের সমর্থন আর ভালোবাসার কথা ভোলেননি শ্যুরলে। সবার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

তিনি বলেন, দারুণ কিছু সময় কাটিয়েছি ফুটবলে। এই সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, সমর্থন জানিয়েছেন তাদেরকে আমার এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

তার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডও মেনে নিয়েছে এমন সিদ্ধান্ত। বাতিল করেছে আগামী মৌসুমের চুক্তি।

তবে হুট করে কেন এমন সিদ্ধান্ত নিলেন শ্যুরলে, সে বিষয়ে মুখ খোলেননি এই বিশ্বকাপজয়ী তারকা।