ফিলিস্তিনিদের আরো ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল ইসরাইল

দখলকৃত এলাকা থেকে ফিলিস্তিনিদের আরো ২৫টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গেলো দু’সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৩২ জন।

বৃহস্পতিবার জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক দফতর (ওচিএইচএ) এ তথ্য জানিয়েছে।

ওচিএইচএ জানিয়েছে, ওই এলাকায় স্থাপনা নির্মাণের অনুমতি না থাকার অজুহাতে ইসরাইল সেগুলো ভেঙে দিয়েছে।

পশ্চিম তীরের এরিয়া-সি থেকে ১৫টি স্থাপনা ধ্বংস করে দেয়া হয়। যার মধ্যে দুটিতে ফিলিস্তিনিরা বসবাস করতেন। এলাকাটির পূর্ণ নিয়ন্ত্রণ ইসরাইলি বাহিনীর হাতে।

পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় জেলা হেবরনে বসবাস করা মুঘাইর আল আবেদ এবং আল ফাকহিত গোত্রের কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। দখলদারদের দাবি, স্থাপনাগুলো তাদের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছে অবস্থিত। তাই গুঁড়িয়ে দেয়া হয়েছে।

ওচিএইচএ-এর প্রতিবেদনে বলা হয়, দখলকৃত জেরুজালেমের ইসাওয়াই এলাকায় থাকা ৬টি বাড়িও ইসরাইলি বাহিনী গুড়িয়ে দিয়েছে।

বলা হয়, পূর্ব জেরুজালেমের ৫টি বাড়ি তাদের মালিককে দিয়ে ভাঙানো হয়েছে। তাদেরকে বাধ্য করা হয়েছে বাড়িগুলো ভাঙতে। না হয় মোটা অংকের জরিমানা দিতে হতো তাদের।

ওচিএইচএ-এর প্রতিবেদনে আরো বলা হয়, পূর্ব জেরুজালেমে চলতি বছর ১১৮টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। যার মধ্যে, অর্ধেক বাড়ি তার মালিককে জোরপূর্বক ভাঙানো হয়েছে।