ফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

ফিলিপাইনে হেলিকপ্টার বিধ্বস্ত

ফিলিপাইনে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দেশটির বিমান বাহিনী অফিস এতথ্য নিশ্চিত করেছে।

ফিলিপাইনের সংবাদ সংস্থা বলছে, দেশটির ইসাবেলা প্রদেশে অবস্থিত কাউয়ান বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয়া ওই হেলিকপ্টারটি।

গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সামরিক মুখপাত্র মেরিন মেজর জেনারেল জেনারেল এডগার্ড আরেভালো জানান, দুর্ঘটনাকালে ইউএইচ-আইডি হেলিকপ্টারটিতে ৫ জন ছিলেন। এর মধ্যে দুইজন পাইলট, একজন সেনা কর্মকর্তা ও একজন বৈমানিক নিহত হন। আরেক জন্য বৈমানিক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তার চিকিৎসা চলছে। নিহতদের পরিবারে সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।