ফিলিপাইনে ‘রাষ্ট্রীয় অরাজক পরিস্থিতি’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ‘রাষ্ট্রীয় অরাজক পরিস্থিতি’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দাভাও শহরের একটি মার্কেটে বোমা হামলায় ১৪ জন নিহতের পরদিন শনিবার এ ঘোষণা দেন তিনি।

দুতের্তে জানিয়েছেন, এ ঘোষণার মানে সামরিক শাসন জারি নয়। তবে এর ফলে পুলিশকে সহযোগিতা করতে উপশহরগুলোতে সেনা মোতায়েন করতে পারবেন তিনি। সেনারা পুলিশের সঙ্গে তল্লাশি চৌকিতে অবস্থান করতে পারবেন এবং টহল জোরদার করতে পারবেন।

চরমপন্থী ইসলামি গ্রুপ আবু সায়েফের মুখপাত্র আবু রামি শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে। তবে প্রেসিডেন্ট দুতের্তে জানিয়েছেন, মাদকব্যবসায়ীসহ অন্যকোনো গোষ্ঠী এ হামলার পেছনে জড়িত আছে কি না তদন্তকারীরা সে বিষয়টি খতিয়ে দেখছেন।

নিজ শহর দাভাওতে হামলার স্থান পরিদর্শণকালে দুতের্তে বলেন, এটা অস্বাভাবিক পরিস্থিতি এবং আমি মনে করি এ দেশের নিরাপত্তা বাহিনীকে তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়ার মতো কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আমরা এখন পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। মাদক সংশ্লিষ্টতা, বিচারবর্হিভূত হত্যা এবং বেআইনি সহিংসতার পরিবেশসহ বেশ কিছু সমস্যা এ দেশে বিদ্যমান।’