ফাঙ্গাল ইনফেকশন হলে সাদাস্রাব রোগের পর্যায়ে পড়ে

সাধারণত ফাঙ্গাল ইনফেকশন হলে সাদাস্রাব রোগের পর্যায়ে পড়ে। এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬৩০তম পর্বে কথা বলেছেন ডা. আফরোজা খানম। বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : সাদাস্রাবের কারণ কী।

উত্তর : ইচিং থাকলে সাদাস্রাব হতে পারে। এর স্বাভাবিক কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন। এমন থাকলে তাঁর চিকিৎসা লাগবে। এটি স্যাঁতস্যেঁতে জায়গা, সেখানে ফাঙ্গাল ইনফেকশন হলে ইচিং হতে পারে। এটা প্রচলিত একটি কারণ। এ ছাড়া যদি অন্য কোনো সংক্রমণ হয়, জরায়ুর কোনো সংক্রমণ হয়, জরায়ুমুখের যদি কোনো ক্যানসার শুরু হয় বা হয়ে থাকে—তখন কিন্তু তার একদম দুর্গন্ধযুক্ত পানির মতো একটি স্রাব যাবে। তার সঙ্গে রক্তও যেতে পারে। তবে সেখানে বয়সও একটি কারণ। একটি বাচ্চা বা অবিবাহিত মেয়ের যদি সাদাস্রাব হয়, তখন আমরা চিন্তা করব না যে এটি ক্যানসার। তবে একজন বয়স্ক নারীর যদি এমন হয়, দেখব জরায়ুর কোনো সমস্যা হচ্ছে কি না বা অন্য কোনো কারণ আছে কি না। সেটার চিকিৎসা দিতে হবে। তবে যেটার ভুল ধারণা থাকে, সেটা হয়তো একটি বাচ্চা মেয়ের সাদাস্রাব হলে মা হয়তো নিয়ে চলে এলো, যে সে দুর্বল হয়ে গেছে। তখন আমরা একটা কথা বলি যে সাদাস্রাব চলে গেলে সে দুর্বল হয় না। প্রতিটি নারীরই সচেতন হওয়া উচিত। তার বিয়ে হয়ে গেলে বা বয়স হলে জরায়ুর মুখ চেক করতে হবে।