ফরিদপুরে স্কুলঘর ভেঙে দেয়াল চাপা পড়ে রুবেল নামে এক যুবক নিহত

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নে একটি স্কুলঘর ভেঙে দেয়াল চাপা পড়ে রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন।

 

এ সময় আহত হন আরও অন্তত ৩০ জন। নিহত রুবেল  দিঘলবানা গ্রামের আজিজার রহমানের ছেলে।

 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর আহতদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

দুর্ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।

 

স্থানীয়রা জানান, স্কুলের প্রয়াত শিক্ষক রায়হান মাস্টারের স্মরণে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল বিদ্যালয় প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান।

 

এ সময় শতাধিক দর্শক ওই আধাপাকা ভবনের টিনের ছাদে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে আচমকাই টিনের চালসহ ভেঙে পড়ে। এতে দেয়াল চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

 

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল একজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।