ফরিদপুরে শেষ আঁচড়ের অপেক্ষায় ৭৩৪ মণ্ডপের প্রতিমা

ফরিদপুর প্রতিনিধি : বিগত বছরের মত ফরিদপুর জেলাজুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি।

জেলার ৯টি উপজেলায় স্থাপন করা ৭৩৪টি মণ্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রং ও তুলির আঁচড়ের।

দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, স্বরস্বতীসহ দেবদেবীদের মূর্তি তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে মণ্ডপগুলোতে। এখন প্রতিমা শুকানোর অপেক্ষায় রয়েছেন কারিগররা।

শুকিয়ে গেলে রং ও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে মূর্তিগুলোর পূর্ণ রূপ। ২০ কার্তিক প্রতিমাকে খাটে তোলা হবে। তবে শেষ মুহূর্তে গেট প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে।

সনাতন ধর্মাবলম্বীদের দাবি বিগত বছরের ন্যায় এবছরও ধুমধামে উদযাপিত হবে পূজা।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ সাহা জানান, শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবে বলেও জানান তিনি।