ফরিদপুরে অনুমোদিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

বিবাহিত ও মামলার আসামিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে সদ্য অনুমোদিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগের একাংশ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সমানে মুজিব সড়কে জেলা ছাত্রলীগের ব্যনারে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্রলীগের একাংশের অভিযোগ, গত ১৯ জানুয়ারি কেন্দ্র ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে বিবাহিত এক তরুণকে। এছাড়াও ওই কমিটিতে দুই সহ-সভাপতিসহ তিনজন রয়েছেন ফরিদপুরের বহুল আলোচিত জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা মামলার আসামি।

এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, সদ্য অনুমোদতি জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে ছাত্রদলের এজেন্ট, যুবদলকর্মী, বিবাহিত, সন্ত্রাসী ও জেলা আওয়ামী লীগ সভাপতি বাড়িতে হামলার মামলার আসামি রয়েছে। এই কমিটিকে কোনভাবে আমরা মেনে নেব না।

সংক্ষুব্ধরা প্রশ্ন তুলে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে কিভাবে এই কমিটি অনুমোদন করা হলো। অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে পরিচ্ছন্ন কমিটি দেওয়ার দাবি জানান জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।