ফকিরহাট মূলঘরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে মঙ্গলবার সকাল ১০টায় নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় গাইনি ও অব্স রোগের চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সবুর আলী।

স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান। প্রবীন কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, অনাদি বিশ্বাস, সাধনা মন্ডল, সমাজ সেবক নোলিনী কান্ত বিশ্বাস প্রমূখ। এসময় গাইনি বিশেষজ্ঞ ডাঃ কৃষ্ণ পদ দাশ, ডাঃ ফারহানা হক, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন সহ আগত রোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৮০জন অসহায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র সবুপ কম্বল বিতরণ করা হয়।