ফকিরহাটে ভাতাভোগীদের নিকট থেকে উৎকোচ নেয়ার অভিযোগে ৬মাসের সাজা

ফকিরহাট সংবাদদাতা ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে ভাতাভোগীদের নিকট থেকে বিভিন্ন খাতে খরচের কথা বলে উৎকোচ নেয়ার অভিযোগে সুভাষ মন্ডল (৫০) নামের এক ব্যাক্তিকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১১টায় শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এর সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের একটি দল শুভদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে হাতে-নাতে আটক করে উক্ত সুভাষ মন্ডলকে। এসময় তার কাছ থেকে ১২০ জন ভাতাভোগের নিকট থেকে ১শত টাকা করে মোট ১২হাজার উৎকোচের টাকা উদ্ধার করেছে।

যা পরবর্তিতে ভাতাভোগীদের মাঝে ফেরৎ দেয়া হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ শাহানাজ পারভীন তেকাঠিয়া গ্রামের গুরুচরন মন্ডলের পুত্র সুভাষ মন্ডলকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই বিভিন্ন ভাতাভোগীদের নিটক থেকে একই কায়দায় উৎকোচ গ্রহন করেছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। জানা গেছে, সে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভাতাভোগীদের নিকট থেকে উৎকোচ গ্রহন করত।