‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে অন্ধকার যুগে ঠেলে দিচ্ছেন’

ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘অন্ধকার যুগে’ ঠেলে দিচ্ছেন, এমন মন্তব্য করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। আর এই অন্ধকার যুগের অবসান টানতে নিজেকে ভোট দিতে মার্কিনীদের প্রতি আহ্বান জানালেন এই ডেমোক্র্যাট নেতা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ডেমোক্র্যাট দলের কনভেনশনের শেষ দিনে জো বাইডেন বললেন, এক ‘অন্ধকার’ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমেরিকা। তবে, দ্রুত সেই দিন কাটবে বলে প্রত্যাশা করেন তিনি।

নির্বাচনের আগে অনলাইনে দলের শেষ কনভেনশনে তিনি কী বার্তা দেন, সে দিকে চোখ ছিল অনেকেরই। ৫০ বছরের রাজনৈতিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণে বাইডেন এ দিন জানিয়েছেন, দেশের মানুষ তাঁকে নির্বাচিত করলে মার্কিনীদের সমস্যাগুলো নিয়েই কাজ করবেন তিনি। এর মধ্যে করোনা এবং পরবর্তী সঙ্কটকে প্রাধান্য দেবেন বলেও আশ্বাস দেন বাইডেন।

এ দিনের বক্তৃতায় ট্রাম্পের শাসন আমলকে আমেরিকার ‘কালো অধ্যায়’ বলে অভিহিত করেছেন বাইডেন। তাঁর বক্তব্য, বর্তমানে আমেরিকার ক্ষমতা রয়েছে একজন একনায়কের হাতে।

তিনি নির্বাচিত হলে এই পরিস্থিতি থেকে দেশ মুক্তি পাবে বলেও মনে করেন এই প্রেসিডেন্ট প্রার্থী।