প্রধানমন্ত্রীর জন্মদিনে বায়তুল মোকাররমে মিলাদ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কোরানখানি শুরু হয়, পৌনে ১১টায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা এহসানুল হক।

মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থণা করা হয়। সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য দোয়া করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রহমত কামনা করা হয়।

মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদেরও রূহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, উপপরিচালক আনিছুর রহমান সরকার, লাইব্রেরিয়ান শফিকুল ইসলাম তালুকদার, বিক্রয় শাখার উপপরিচালক ড. মু. হারুনুর রশীদ, মুফাসসির ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী ও সহকারী পরিচালক হারেস সিনহাসহ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।