প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি মোঃ আসিফুল ইসলাম: গাজীপুর, কালিয়াকৈর, ২ নং চাপাইর ইউনিয়ন, ২ নং ওয়ার্ড এ শনিবার ১১টার দিগে ঈদ-উল আযাহা উপলক্ষে দুর্যোগ অবস্থার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ  বিতরণ করলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি মানবিক সহায়তা বিতরনের উপযোগী ভোগীদের তালিকাভুক্ত করে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
 এ সময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, জেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপঃজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, থানার অধীনে কর্মরত পুলিশ অফিসার,পৌর আঃ লীগনেতা মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার কালিয়াকুর শাখার সাধারণ সম্পাদক ও আঃলীগ সম্মানিত সদস্য সরকার মোঃ মোতালেব হোসেন, থানা আঃ লীগ রাজিব হোসেন, চাপাইর ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক হাজি মোঃ নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলী আকবর, চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, মেম্বার সবুর হোসেন ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা।
 ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
 মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি তিনি বলেন, করোনা ভাইরাস ও বন্যার কারণে দেশের কর্মহীন হয়ে পড়ায় অসহায় গরীব মানুষদের কে ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শেখ হাসিনা পক্ষ থেকে উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়।
 এর আগেও যাদের ২৫০০ টাকা ও চাউল নামের তালিকা করা হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন
 তিনি আরো বলেন, করোনা ভাইরাসের অসুস্থ হয়ে আমার স্ত্রী মারা গিয়েছে যে সকল আমার দলীয় নেতৃবৃন্দরা উদ্যোগে তার জন্য বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সকল শ্রেণীর মানুষের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
 বিতরণঃ আরো গাজীপুর  বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়