প্রতিবেদন এলেই দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদ প্রতিবেদক : সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন এলেই দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিন এক আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারা সাংবাদিক আহত হয়। আমরা সে ঘটনায় তাৎক্ষণিকভাবে এক এএসআইকে সাসপেন্ড করেছি এবং তাকে ক্লোজড করা হয়েছে।’

তিনি বলেন, ওই ঘটনায় একজন এডিশনাল এসপির নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন আসলেই বাকি বিচারের কাজের বিষয়ে ব্যবস্থা নিতে পারব। আমরা কেউ বিচারের উর্ধ্বে নয়।’

কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত বৃস্পতিবার তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাহবাগ এলাকায় পুলিশি নির্যাতনের শিকার হন এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আব্দুল আলীম। হরতালের শেষ মুহূর্তে পুলিশ কয়েকজনক আটক করলে তার ছবি তুলতে গিয়ে পুলিশ সদস্যের হামলার শিকার হয় ওই সাংবাদিক। এ ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।