প্রতারকের এসএমএসের উত্তর দেবেন না

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নামে কল বা এসএমএস করে ব্যক্তিগত তথ্য, পিন, পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে একাধিক প্রতারকচক্র। এ ধরনের কল বা এসএমএসের উত্তর এবং অর্থ দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।

সোমবার বিটিআরসির সচিব গোলাম সরোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এমন পরিস্থিতিতে বিটিআরসির গ্রাহক অভিযোগ সংক্রান্ত কল সেন্টারের নম্বরে (২৮৭২) কল করে অথবা [email protected][email protected] ঠিকানায় ই-মেইল করে অভিযোগ জানাতে বলেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু প্রতারক বিটিআরসির নামে ফোন কল ও এসএমএসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সিম রেজিস্ট্রেশনের তথ্য, অর্থ এবং ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রযুক্তি ব্যবহার করে বিটিআরসির ল্যান্ড ফোন (+৮৮০২৯৬১১১১১) বা মোবাইল নম্বর (+৮৮০১৫৫৫১২১১২১) কপি করে কল বা এসএমএস করা হচ্ছে। এ ছাড়া, BD info, Bangladesh info, BTRC info প্রভৃতি নামে বিভিন্ন এসএমএস পাঠিয়ে পিন নম্বর বা অর্থ চাওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটিআরসি থেকে কল বা এসএমএসের মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বা গোপন পিন-পাসওয়ার্ড চাওয়া হয় না।