প্রণব মুখার্জির অবস্থা এখনও সঙ্কটজনক

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাকে এখনও পর্যন্ত ভেন্টিলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিল্লির সেনা হাসপাতালের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছে। বর্তমানে তাঁর হৃদযন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে।’

বুধবার সকালে প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি আবেগঘন ভাষায় টুইট করে বলেন, ‘তার জন্য যেটা মঙ্গলের হয়, ঈশ্বর ঠিক সেটাই করুন। আমাকেও জীবনের সুখ ও দুঃখ একই ভাবে গ্রহণ করার শক্তি দিন।’

প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি রাতে এক টুইট বার্তায় বলেন, ‘সকলের প্রার্থনায় আমার বাবার হৃদ‌্‌যন্ত্রের কাজ, শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে সকলের কাছে আমার অনুরোধ আপনারা প্রার্থনা করুন, আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’

প্রণব মুখার্জি রোববার রাতে বাড়িতে পড়ে যাওয়ার পরে তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলে সেটা সরানোর জন্য অস্ত্রোপচার করার আগে পরীক্ষা করতে গিয়ে শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

গতকাল হাসপাতাল এর বরাত দিয়ে জানানো হয়েছিলো যে, ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অস্ত্রোপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরপরেই তার স্বাস্থ্য নিয়ে সকলেই উদ্বিগ্ন হয়ে ওঠেন।

প্রণব মুখার্জির অসুস্থতার খবর জানার পর থেকেই দেশের বড় বড় নেতা-মন্ত্রী ও নাগরিকেরা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ নিজেই হাসপাতালে গিয়েছেন। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আশা প্রকাশ করে বলেন, প্রণববাবু যেমন তাঁর রাজনৈতিক জীবনে লড়াকু মানুষ ছিলেন, একইভাবে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তর থেকে প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে।

এর আগে, সোমবার (১০ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটে এক টুইটে ভারতের সাবেক এই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, ‘অন্য একটি চিকিত্‍‌সার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের কাছে অনুরোধ করছি যেন তারা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।’