প্রখ্যাত সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রখ্যাত সাংবাদিক, মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রগতিশীল ও মুক্ত সংস্কৃতি চর্চায় আবুল হাসনাতের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য ২০০৪ সাল থেকে প্রকাশিত সাহিত্যিক ও সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আবুল হাসনাত। তিনি কবিতা, উপন্যাস, চিত্র-সমালোচনাসহ সাহিত্যের নানা বিভাগে তার প্রতিভার ছাপ রেখেছেন। তবে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেছেন একজন বিচক্ষণ ও সংবেদনশীল সাহিত্য সম্পাদক হিসেবে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৪ অক্টোবর অসুস্থতার কারণে তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।