প্রকাশ্য রাস্তায় নারীকে পেটালেন বিজেপি নেতা

প্রকাশ্য রাস্তায় এক নারী ও তার মেয়েকে মারছেন এক বিজেপি নেতা । কিন্তু পুলিশে কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। ওই ভিডিও টুইট করে ক্ষমতাসীন দলের দিকে তোপ দেগেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীকে রাস্তার উপর অনেকের সামনেই মারছেন এক ব্যক্তি। এসময় তার মেয়ে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সে বলছে, বন্ধ করো। ছেড়ে দাও আমার মাকে।

ভিডিওটি শেয়ার করে কমলনাথ লিখেছেন, প্রতিবাদ করায়, বেতুল জেলার শোভাপুরের দলিত মহিলাকে মারছেন বিজেপি নেতা। এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, পাঁচ দিন আগে এই ভিডিও দেখিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। ক্ষমতাশালীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে সিনিয়র পুলিশ অফিসার সিমালা প্রসাদ বলেছেন, বাড়ির সামনে নোংরা ফেলা নিয়ে তাদের মধ্যে বিবাদ হয়। মামলাও দায়ের করা হয়েছে। তাদের মধ্যে আগেও মারামারি হয়েছে। এটা নতুন কিছু নয়।