প্রকাশ্যে পিস্তল হাতে হেঁটে এসে গুলি

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৯ নং পাহাড়তলী ওয়ার্ডে ভোটকেন্দ্র দখলে নিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার পর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনির পি ব্লকে কোয়াক স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন। তিনি বলেন, গোলাগুলির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পথচারী আলাউদ্দিন ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়েছিলেন। এ সময় দু’পক্ষের গোলাগুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়।