প্যাংগং হ্রদের তীরে মাইন বিস্ফোরণ, নিহত ভারতীয় কমাণ্ডার

চীন ও ভারতের উত্তেজনার মধ্যে দু’দেশের সীমান্তের প্যাংগং হ্রদের তীরে মাইন বিস্ফোরণে ভারতের স্পেশাল ফোর্সেস ইউনিটের এক কমাণ্ডো নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

৫৩ বছর বয়সী নিহত কমাণ্ডো তেনজিং নিয়াম ভারতে আশ্রয় নেয়া তিব্বতি পরিবারের সদস্য। তিনি ভারতের ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স-এসএফএফ’র সদস্য ছিলেন বলে তার পরিবার ও ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতে উল্লেখযোগ্য সংখ্যক তিব্বতিদের উপস্থিতিকে দীর্ঘদিন ধরেই তাদের ভৌগলিক অখণ্ডতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে চীন। শরণার্থীদের নেতৃত্বদানকারী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ‘বিপজ্জনক বিচ্ছন্নতাবাদী’ হিসেবে দেখে বেইজিং।

বুধবার ৩ সেপ্টেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছানইং জানিয়েছেন, তিব্বতিরা ভারতের পক্ষ হয়ে চীনের বিরুদ্ধে লড়াই করা নিয়ে সতর্ক করেছেন।

সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং লেক সীমান্ত এলাকায় চীন ও ভারতীয় বাহিনী প্রায় মুখোমুখি সংঘর্ষের পরপরই উত্তপ্ত। জুনে ওই এলাকায় দুই বাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন।