পেয়ারা পাতার গুনাগুন

আমরা সবাই পেয়ারা খেতে ভালবাসি । কিন্তু পেয়ারার পাতা সম্পর্কে কজন জানি। হাতেগনা কয়জন জানি পেয়ারা পাতার গুণ সম্পর্কে।

নিচে পেয়ারা পাতার স্বাস্থ্যগুণ তুলে ধরা হল

পেয়ারা পাতার চা

পেয়ারা পাতার চা বানিয়ে নিয়মিত খেলে এটি রক্তের বাজে কোলেস্ট্রলের মাত্রা অনেক কমিয়ে দেয়। পেয়ারার পাতা রক্তে ভালো কোলেস্টলের মাত্রা ও বাড়ায়।

কফ

কফ কমাতেও পেয়ারা পাতার চা খুব কার্যকরি। এছাড়াও পেয়ারা পাতার চা ওজন কমাতে সাহায্য করে।

রক্তচাপ

পেয়ারা পাতা রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে। এ পাতা রক্তকে অতিরিক্ত ঘন হওয়ার হাত থেকে রক্ষা করে এবং রক্ত চলাচল সচল রাখে।

চুল পড়া

চুল পড়া কমাতে পেয়ারা পাতার রস ত্বকে ও চুলে ব্যবহার করা যেতে পারে। এই রস ব্যবহার চুল হবে মসৃন ও ঝকঝকে। বিশেষঞ্জদের মতে, পেয়ারা পাতা ভিটামিন বি ও মিনারেলে ভরপুর। ভিটামিন বি চুলকে পুষ্টি সমৃদ্ধ করে।

চুলের মসৃনতা 

পেয়ারা পাতায় থাকা ভিটামিন বি নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামত করে চুলকে মসৃন করে তোলে।

অ্যালার্জির উপেকারিতা

পেয়ারা পাতা অ্যালার্জির পাশ্বপ্রতিক্রিয়া রোধক হিসেবে কাজ করে। এ পাতা দেহে হিস্টামিন তৈরি প্রক্রিয়া নিরাময় করে থাকে।

ব্রন এর উপেকারিতা

পেয়ারা পাতা ব্রন কমাতেও সাহায্য করে থাকে। এ পাতায় থাকা ভিটামিন সি ব্রন কমাতে অনেক ভালো কাজ করে থাকে।