জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

পেঁয়াজের বাজারমূল্য স্থিতিশীল করতে অভিযান, পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

পেঁয়াজের বাজারমূল্য স্থিতিশীল করতে রাজধানীর তিনটি বাজারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে কারওয়ান বাজার, শান্তিনগর ও মালিবাগ রেলগেইট কাঁচাবাজারে অভিযান চালায় সংস্থাটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আরেফিন বলেন, আমরা বিভিন্ন খুচরা বাজারে তদারকি করলাম। সেখানেও দেখলাম পেঁয়াজের দাম কমে আসছে। পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে তার দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভোক্তা অধিকার সারা দেশে একযোগে অভিযান পরিচালনা করছি।

পেয়াজের দাম অতিরিক্ত বাড়ায় সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ট্রাকে ৩০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। ঢাকা ও চট্টগ্রামে দ্বিগুণ করা হয়েছে ট্রাকের সংখ্যা। প্রতিটি ট্রাকে ৩০০ কেজি করে ঢাকায় আজ ৮০ টি ট্রাকে ২৪ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।