পূজায় ছোটদের পোশাক

যেকোনো উৎসবে সবচেয়ে বেশি প্রাধান্য পায় তা হচ্ছে পোশাক। পোশাকের মাধ্যমেই একটি উৎসবের বিশেষত্ব ফুটে ওঠে। বড়দের পাশাপাশি শিশু-কিশোরদের জন্যও আয়োজন করা হয়েছে নানা ধরনের পোশাক। এর মধ্যে কটন, হ্যান্ডলুম, নিট প্রভৃতি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এসব পোশাক।

পূজাটা যেহেতু গরমের সময় উদযাপিত হচ্ছে, তাই বাচ্চাদের পোশাক হওয়া চাই আরামদায়ক। তাদের জন্য যে পোশাকই নির্বাচন করুন খেয়াল রাখতে হবে পোশাকটি পরে আপনার বাচ্চা যেন আরাম বোধ করে।

ছোটদের পোশাক

ছেলেদের জন্য রয়েছে পাজামা-পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, ডেনিম প্যান্ট ইত্যাদি। এসব ছাড়াও মেয়েদের জন্য রয়েছে নানা ডিজাইনের ফ্রক ও স্কার্ট-টপস। রঙের দিক থেকে এসব কাপড় তৈরিতে লাল, সাদা, অরেঞ্জ, মেরুন, কমলা ইত্যাদি রঙকে প্রাধান্য দেয়া হয়েছে।