পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছে

লেনদেন ও সূচকের নিম্নমূখী প্রবণতায় গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ– ডিএসই। আগের সপ্তাহের তুলানায় প্রায় ১৯ শতাংশ কমে দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ৯১৫ কোটি টাকা। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক কমেছে ১২৫ পয়েন্ট। তবে ডিএসইর বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) ডিএসই’র প্রধান সূচক কমে ১৬ পয়েন্ট। যদিও লেনদেন বাড়ে আগের কার্যদিবসের তুলনায় ৯০ কোটি টাকা। পরদিন সোমবার একদিনেই ডিএসই-এক্স সূচক কমে আরও ৭৬ পয়েন্ট। লেনদেন কমে প্রায় ১২৬ কোটি টাকা।

সপ্তাহ ব্যবধানে বাছাই সূচক কমেছে ৬০ পয়েন্ট আর শরীয়াহ সূচক হারিয়েছে ৩৬ পয়েন্ট। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২১২ কোটি টাকা। গেল সপ্তাহে বাজারে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু হয়েছে। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৩৪ শতাংশ।

গেল সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিলো: ফেডারেল ইন্সুরেন্স, রূপালী ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স এবং রূপালী লাইফ ইন্সুরেন্স। অন্যদিকে দর হারানো শীর্ষ ৫ প্রতিষ্ঠান ছিলো: বাংলাদেশ ওয়েল্ডিং, মুন্নু সিরামিক, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, উসমানিয়া গ্লাস এবং আনোয়ার গ্যালভানাইজিং।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ২২৪টির, অপরিবর্তিত ছিল ১০টির দাম।