পিয়ন হয়েও অট্টালিকার মালিক দুর্নীতিবাজ আবজাল

পিয়ন হয়েও অট্টালিকার মালিক স্বাস্থ্যের দুর্নীতিবাজ আবজাল । স্থানীয়রা জানান, স্বাস্থ্য অধিদপ্তরে চাকরির সুবাদে পেয়ে যান আলাদিনের চেরাগ। দুদক আইনজীবী বলছেন, অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় তার অর্থপাচারের তথ্য মিলেছে।

ফরিদপুর শহর থেকে ১০ মিনিটের পথ পাড়ি দিলেই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আবজালের টেপাখোলার বাড়ি। সেই বাড়ি দেখে চক্ষু চড়কগাছ হবেই।

স্থানীয়রা জানালেন, আবজালের বাবা সিএনবি ঘাটে কাজ করতেন। ছেলে স্বাস্থ্য অধিদপ্তরের পিয়নের চাকরি পাওয়ার পর আঙুল ফুলে কলাগাছ।

এর ঠিক পাশেই আরেকটি রাজপ্রাসাদ গড়ে আবজাল। বলা হয়, এটি তার ভাইয়ের বাড়ি। কিন্তু সেই ভাই করেন ভূষির ব্যবসা।

দুদক আইনজীবী বলছেন, শুধু এই দুটি নয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আরো ২৪টি প্লট ও ফ্ল্যাট রয়েছে আবজাল দম্পত্তির। মিলেছে অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়ায় প্রায় তিনশ’ কোটি টাকা অর্থপাচারের তথ্য।

দুদক আইনজীবী মাহমুদ হোসেন বলেন, হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কোর্টে আত্মসমর্পণ করেছেন আবজাল। এখনো ধরাছোঁয়ার বাইরে তার স্ত্রী।