পিরোজপুরে বিরোধের জের বসতবাড়ি ও দোকানে আগুন

পিরোজপুরের কলাখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতবাড়ি ও দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চলপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় গ্রাম পুলিশ অমল কৃষ্ণ দেউড়ি।

সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চলপুখুরিয়া এলাকার মোহাম্মদ আলী শেখের বসত ঘর ও দোকানঘরে আগুন লেগে পুড়ে যায়।

মোহাম্মদ আলী শেখের মেয়ে মাহমুদা খানম অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ  বাদশা মৃধা লোকজন নিয়ে চলপুখুরিয়া এলাকায় তাদের দোকান ঘর ও দোকান ঘরের সাথে থাকা বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। গভীর রাতে আগুন দেয়ার কারণে তারা আগুন নিভাতে পারেন নি। সকালে তারা দেখতে পান দোকানঘর ও বসত ঘরের সব কিছু আগুনে পুড়ে গেছে। আর ঘরের ভেতরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ অমল কৃষ্ণ দেউড়ি জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ঘটনার স্থানে গিয়ে দেখি আগুনে দোকান ও দোকান ঘরের পিছনে থাকা ঘর পুড়ে গেছে। বিষয়টি পিরোজপুর সদর থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ দীর্ঘদিন যাবৎ মোহাম্মদ আলী শেখ ও বাদশা মৃধার মধ্যে বিরোধ চলে আসছিল।