পিপিপি প্রকল্পে ৪২৫ কোটি টাকার ঋণ এডিবির

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পে (পিপিপি) ৫০ মিলিয়ন ডলারের ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যা ৪২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি মনমোহন প্রকাশ ভার্চুয়ালি এই চুক্তিতে সই করেন। আর ঋণ পাওয়া প্রকল্পের চুক্তিপত্রে সই করেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মনমোহন প্রকাশ বলেন, এই ঋণ সহায়তা বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে, বিভিন্ন প্রকল্পের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে বিআইএফএফএল’র সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। যা করোনাকালীন আর্থিক সংকট উত্তরণে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। এই অর্থ ব্যয়ের প্রকল্পে ২০২৪ সালের মধ্যে ৩ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও আশার কথা জানান তিনি।

অনুষ্ঠানে, এডিবির দেয়া এই ঋণ থেকে বেসরকারি খাতের উদ্যোক্তাদের দীর্ঘ মেয়াদে ঋণ দেয়া হবে বলে জানানো হয়