পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই অবাঞ্ছিত লোম দূর

মুখে অবাঞ্ছিত লোমের সমস্যায় অনেকেই চিন্তিত। নারী পুরুষ উভয়ে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। অবাঞ্ছিত লোম মখের সৌন্দয্য নষ্ট করে। খুব সহজে মাস্ক ব্যবহার এর মাধ্যমে লোম দূর করা সম্ভব। সব সাজগোজ , ত্বকের যত্ন সবই বৃথা হয়ে যায় অবাঞ্ছিত লোমের কারণে। অনেক ধরনের ট্রিটমেন্ট থাকলেও সেগুলো বেশ ব্যয়বহুল হওয়ায় সবাই করতে পারে না। তাই চলুন জেনে নেওয়া যাক মুখের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া একটি উপায়।

চিনি ও লেবুর রসের মাস্ক

চিনি ও লেবুর রস মুখের স্তর পরিষ্কার করে। মুখ লোমের ঘনত্ব কমায় মুখের লোম দূর করা লেবুর রসের জুড়ি নেই।

যেভাবে তৈরি করবেন এই মাস্কঃ প্রথমে ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ পানি, ২ চা চামচ লেবুর রস নিয়ে নিন। উপকরণ গুলো এক সাথে মিশিয়ে তারপর মুখে ভাল করে লাগান। বিশেষ করে নাকের নিচে ও থুতনিতে এবং কপালে ভালো করে ব্যবহার করুন। মাস্কটি মুখে লাগানোর পর ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর মুখ ভালোভাবে স্ক্রাব করে ধুয়ে নিন। সপ্তাহে ২/৩দিন এই মাস্কটি লাগানোর চেষ্টা করুন।