পার্বতীপুরে ইউপি নির্বাচনে স্থগিত ১টি কেন্দ্রে ভোট গ্রহন ৩১ অক্টোবর

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় একযোগে গত ৭ মে চতুর্থ ধাপে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ও অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। কিন্তু জাল ভোট দেয়ার অভিযোগে প্রশাসনিক ভাবে উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে (কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট কেন্দ্রটিকে স্থগিত ঘোষনা করা হয়। এ ছাড়া বাকি সকল কেন্দ্রে সুষ্ঠভাবে ভোট গ্রহণ শেষ হয়। স্থগিত কেন্দ্রের ভোট গস্খহণ সম্পর্কে উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থগিত হওয়া কেন্দ্রে (কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোট গ্রহন অনুষ্ঠানের লক্ষে গত মঙ্গলবার তফসীল ঘোষনা করা হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর ঐ কেন্দ্রে ভোট গ্রহন অনষ্ঠিত হবে। এছাড়া সীমানা জটিলতার কারনে উপজেলার দুইটি ইউনিয়নের (৩নং রামপুর ইউনিয়ন ও ৪নং পলাশবাড়ী ইউনিয়ন) নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত করেছেন।
গত ৭ মে অনুষ্ঠিত পার্বতীপুর উপজেলায় ইউপি নির্বাচনে ১টি কেন্দ্র স্থগিত করায় ইউনিয়নের বাকি ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী এআইএম হাসিবুর রশীদ (রুম্মান) পেয়েছেন ৮৫০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আওয়ামীলীগের নুর মোহাম্মদ রাজা পেয়েছেন ৭১৫০ ভোট। ঐ কেন্দ্রেও মোট ভোটার ২৭৮৫ জন।