বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা

পারিবারিক করবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আয়েশা খানম

নেত্রকোনা পৌর শহরের কাটলি এলাকায় পারিবারিক করবরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম (৭৪)।

শনিবার (০২ জানুয়ারি) বাদ আছর শহরের কাটলি এলাকায় স্থানীয় অন্বেষা স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক করবরস্থানে দাফন করা হয়।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় জেলা প্রশাসন থেকে। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

শনিবার (০২ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে নেত্রকোনা শহরের কাটলিস্ত নিজ বাসায় পৌঁছায় আয়শা খানমের মরদেহ। সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মারা যান। ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন আয়শা খানম।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাষট্টির ছাত্র আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তিনি। নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব সময় নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।