পাবনায় জমি সংক্রান্ত জেরে বিরোধ, ২ জনকে কুপিয়ে হত্যা

পাবনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত অন্তত ৩ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) সকালে সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগে সাঁথিয়ার নাড়িয়াগদা গ্রামের সাচ্চু প্রামাণিকের কাছ থেকে জমি কেনেন মুন্নাফ নামে এক ব্যক্তি। জমির দখল বুঝে নেওয়ার সময় সীমানা নিয়ে সাচ্চুর ভাই বাচ্চুর সঙ্গে তাদের মতবিরোধ হলে সালিশী বৈঠকে মীমাংসা হয়। পরে শনিবার সকালে শ্রমিকদের নিয়ে সেখানে বাড়ি নির্মাণ শুরু করলে বাচ্চু ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান নির্মাণ শ্রমিক নাসির। আশঙ্কাজনক অবস্থায় জমির মালিক মুন্নাফকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।’