পাবনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

লিখিত অভিযোগে জানা যায়, হরিপুর ইউনিয়নের নিতাই চন্দ্র পালের ছেলে স্বপন কুমার পাল তার একটি জমি নিয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেনের দ্বারস্থ হয়। কিন্তু চেয়ারম্যান সমস্যা সমাধান না করে নানা তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে চেয়ারম্যান মকবুল হোসেন স্বপন কুমার পালের কাছে ৫ শতক জমি (যার বাজার মূল্য ১৫ থেকে ২০ লাখ টাকা) দাবি করে তাকে লিখে দিতে বলেন। জমি লিখে না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেন।

এক পর্যায়ে মাত্র ৬ লাখ টাকার বিনিময়ে জমি রেজিস্ট্রেশন করে দিতে রাজি হয় স্বপন পাল। চেয়ারম্যান ৬ লাখ টাকা না দিয়ে মাত্র ৪ লাখ টাকায় জমি রেজিস্ট্রেশন করে নেয়। এরপরও ভুক্তভোগীর সমস্যা সমাধান করেননি চেয়ারম্যান। এমন কি বাকি ২ লাখ টাকা চাইতে গেলেও চেয়ারম্যান তার লোকজন দিয়ে স্বপন পালকে নানাভাবে হয়রানি করতে থাকেন। বর্তমানে তিনি জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।